ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অ্যানড্রয়েডের চার্জার দিয়েই চার্জ হবে আইফোন ১৪
Published : Monday, 22 November, 2021 at 1:15 PM
অ্যানড্রয়েডের চার্জার দিয়েই চার্জ হবে আইফোন ১৪আইফোন ১৪ নিয়ে গুঞ্জনের শুরু হয়েছে মাত্র! এরই মধ্যে অ্যাপল ট্র্যাকার আইড্রপ জানিয়েছে, আইফোন ১৪ মডেলের ফোনগুলো অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ দেওয়া যাবে!
জানা গেছে, আইফোন ১৪ প্রো মডেলে থাকবে টাইপ-সি পোর্ট; যা দিয়ে চার্জিং ও ডাটা ট্রান্সফার করা যাবে। ধারণা মতে, আইফোন ১৪ প্রো মডেলের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট চার্জিং স্পিডের থেকে আরও বেশি করে ডাটা ট্রান্সফারের জন্য দেওয়া হচ্ছে।

আইফোন ১২ সিরিজেও এই ধরনের চার্জিং পোর্ট দেওয়া হয়েছিল। মাঝে আইফোন ১৩ সিরিজে কোম্পানি চার্জিংয়ের জন্য একটি লাইটনিং পোর্ট দেয়। পরবর্তী আইফোনে ইউএসবি টাইপ-সি পোর্টই দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে নতুন আইফোনের ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি ২৫ ওয়াট পর্যন্ত বাড়াচ্ছে অ্যাপল। কারণ শাওমি, ওয়ানপ্লাস, ওপ্পো এবং অন্যরা এই ফাস্ট চার্জিং প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছে।