ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ
Published : Monday, 22 November, 2021 at 1:21 PM
জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চজার্মানিতে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি লক্ষ্যণীয়। দিনের পর দিন নাগালের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি।

 
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দেশটিতে ৬৯ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (১৯ নভেম্বর) নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৯ হাজার। ভয়াবহ করোনার এমন পরিস্থিতিতে কোভিড নীতিতে কড়াকড়ি এনেছে জার্মান প্রশাসনও। উদ্বেগজনক করোনা পরিস্থিতির লাগাম টানতে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছেন ১৬টি অঙ্গরাজ্যের মিনিস্টার-প্রেসিডেন্টরা। একইসঙ্গে বৈঠকে বসেছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, ভাইস চ্যান্সেলর ওলাফ শলজসহ স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে দেশের সব স্থানে করোনার ত্রিজি নিয়ম অনুসরণের বিষয়ে সর্বস্তরের নাগরিকদের অনুরোধ জানানো হয়। বেঁধে দেওয়া নতুন নিয়মের মধ্যে সব কর্মজীবীসহ গণপরিবহন ব্যবহারকারীদের টিকা গ্রহণের সার্টিফিকেট, করোনা টেস্টের নেগেটিভ সনদ ও করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হবে।

হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ সংখ্যার দিনেও টিকা গ্রহণে সবার প্রতি অনুরোধ করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পাহন।