ম্যান সিটির কাছে পাত্তাই পেলো না এভারটন
Published : Tuesday, 23 November, 2021 at 12:00 AM
চলতি
মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুটা তেমন ভালো ছিল না ম্যানচেস্টার
সিটির। তবে ক্রমেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে দলতি। রোববার রাতে এভারটনকে ৩-০
গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ঘরের
মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে ম্যাচটিতে প্রতিপক্ষকে নিয়ে
রীতিমতো ছেলেখেলাই করেছে ম্যান সিটি। তাদের দাপুটে ফুটবলের সামনে পাত্তাই
পায়নি এভারটন।
পুরো ম্যাচের ৮০ ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ছিল বার্নার্ড
সিলভা-ইল্কায় গুন্ডোগানদের দখলে। সারা ম্যাচে মাত্র একটি শট লক্ষ্য বরাবর
করতে পেরেছে এভারটন। বিপরীতে ম্যান সিটির সাতটি শট ছিল লক্ষ্যে।
তবু
ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। বিরতির বাঁশি
বাজার মিনিটখানেক আগে দলকে এগিয়ে দেন রহিম স্টারলিং। তার গোলের এসিস্টদাতা
ছিলেন হোয়াও ক্যানসেলো।
দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫ মিনিটের সময় প্রায় ২৫ গজ
দূর থেকে নেওয়া দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি। আর ৮৬ মিনিটের
সময় গোল দিয়ে দলের জয় নিশ্চিত করে দেন বার্নার্ডো সিলভা।
এই জয়ের
পর ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিভারপুলকে টপকে দুইয়ে উঠে গেছে ম্যান সিটি।
শীর্ষে থাকা চেলসি সংগ্রহ ২৯ পয়েন্ট, লিভারপুলের রয়েছে ২৫ পয়েন্ট।