ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফিফা দ্য বেস্টের লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমার
Published : Tuesday, 23 November, 2021 at 11:41 AM
ফিফা দ্য বেস্টের লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমারগতবার ফিফার বর্ষসেরা হয়েছিলেন রবের্ত লেভানদোভস্কি। অথচ যেই জায়গায় লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর আধিপত্য, সেখানে কেউই এই মুকুট মাথায় দিতে পারেননি। এবারও প্রত্যাশিতভাবে বর্ষসেরার লড়াইয়ে আছেন দুজন। তাদের সঙ্গে আছেন লেভানদোভস্কিও। 

ফিফা দ্য বেস্ট বাছাইয়ের জন্য ১১ জনের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তালিকায় আরও আছেন- মোহামেড সালাহ, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনা, কারিম বেনজিমা ও নেইমার। আর চেলসির দুই তারকা জর্জিনিয়ো ও এনগোলো কন্তে। 

বর্ষসেরা কোচের তালিকায় আছেন ইতালিকে ইউরোর শিরোপা জেতানো মানচিনি। সাতজনের তালিকায় আরও আছেন আর্জেন্টিনাকে ২৮ বছর পর শিরোপা জেতানো লিওনেল স্ক্যালোনি ও চেলসির থমাস টুখেল। 

এখন ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী। সে জন্য ভোট নেওয়া হবে চার বিভাগে। ফিফার অন্তর্ভুক্ত দেশগুলোর কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিক এবং সমর্থক—ভোটে তাদের অবদান সমান ২৫ শতাংশ করে। এ চারের যোগফলেই বিজয়ের হাসিতে হাসবেন একজন।

ভোট চলবে ২২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর। প্রতিটি বিভাগ থেকে আবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে জানুয়ারির শুরুতে। বিজয়ী ঘোষণা করা হবে আগামী ১৭ জানুয়ারি। পুরস্কার অনুষ্ঠানটি হবে ভার্চুয়ালি ফিফার সদর দফতর জুরিখে।