করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। কোভিড পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার পর আইসোলেশনে রয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার পুরো ডোজ আগেই নিয়েছিলেন জ্যঁ ক্যাসটেক্স। কিন্তু এরপরও করোনায় আক্রান্ত হলেন তিনি।
জ্যঁ ক্যাসটেক্স বেলজিয়াম সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রোর সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পর ফরাসি প্রধানমন্ত্রীর মেয়ে করোনা পজিটিভ হন। পরে করোনা পরীক্ষায় ক্যাসটেক্সেরও করোনা ধরা পড়ে।
এক বিবৃতিতে ফরাসি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন তিনি। ওই অবস্থায় থেকেই তিনি দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। কোনো কোনো দেশে করোনার চতুর্থ ঢেউ লেগেছে। সংক্রমণ থেকে বাঁচতে বহু দেশ লকডাউনসহ করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। সোমবার থেকেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছে অস্ট্রিয়া।
তবে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলছেন, করোনার সংক্রমণ রুখতে ফ্রান্সে এ ধরনের কোনো নিয়মের প্রয়োজন নেই। কারণ দেশটির হেলথ পাস বিষয়ক নিয়মগুলো ইতোমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সফল হয়েছে। তবে করোনার টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করতে চান তিনি।