ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রবিতে ইন্টারনেট ছাড়াই ফেসবুকের ব্যবহার
Published : Tuesday, 23 November, 2021 at 8:19 PM
রবিতে ইন্টারনেট ছাড়াই ফেসবুকের ব্যবহারইন্টারনেট ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের সুবিধা চালু করলো মোবাইল ফোন অপারেটর রবি। মেটার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই সেবা চালু করলো অপারেটরটি। এই উইন্ডোটির মাধ্যমে রবির ডাটা (ইন্টারনেট) ব্যবহারকারীরা এখন ব্যালেন্স না থাকলেও ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।

টেক্সট-ওনলি ফেসবুকের মাধ্যমে রবির গ্রাহকরা তাদের ডাটা শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপআপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-ওনলি সংস্করণে সংযুক্ত থাকতে পারবেন। এছাড়া রবির গ্রাহকরা মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ডিসকভার ব্যবহার করে কোনও ডাটা চার্জ ছাড়া দৈনিক ১৫ মেগাবাইট ডাটা উপভোগ করতে পারবেন।

রবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এম রিয়াজ রশীদ বলেন, ‘মেটার টেক্সটভিত্তিক ফেসবুক ও মেসেঞ্জার এবং ডিসকভার অ্যাপ দেশের মানুষের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।’