ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহ আমানতে ৯২৩টি সোনার বার উদ্ধার মামলায় দুই জনের সাক্ষ্য
Published : Wednesday, 24 November, 2021 at 12:00 AM
দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান থেকে ৯২৩টি সোনার বার উদ্ধারের মামলায় দুইজন সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে সাক্ষ্য দেন তারা।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৪ সালে সোনার বার উদ্ধারের মামলায় আজ রাষ্ট্রপক্ষে দুই জন সাক্ষী উপস্থাপন করা হয়। আদালত তাদের সাক্ষ্য গ্রহণ করেছেন।
২০১৪ সালের ২৫ মার্চ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১০৭ কেজি ওজনের ৯২৩টি সোনার বার উদ্ধার করে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওই ফ্লাইটের সাত জন যাত্রীর সিটের নিচে ৬১৪টি, যাত্রীবিহীন সিটের নিচে ২৯১টি এবং আসামি নাহিদ তালুকদারের তথ্যমতে আরও ১৮টিসহ মোট ৯২৩টি বার উদ্ধার করা হয়।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত জনকে এবং সন্দেহভাজন হিসেবে তিন জনসহ মোট ১০ জনকে আটক করা হয়। পরে এ ঘটনায় তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বাদী হয়ে নগরীর পতেঙ্গা থানায় মামলা করেন।
ঘটনার সময় আটক ১০ জন হলেন—দুবাই থেকে আসা ওই ফ্লাইটের যাত্রী মো. ইয়াকুব, মহিন উদ্দিন, নাহিদ তালুকদার, ইমতিয়াজ খান, পেয়ারুল ?ইসলাম, মনসুর ইসলাম ও শফিক ইসলাম। এ ছাড়া রহিম শিকদার, হাসান মাহমুদ ও ফয়সালকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এই তিন জন ওই দিন ঢাকায় যাওয়ার জন্য চট্টগ্রাম বিমানবন্দরে আসেন।