ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে শিখন ঘাটতি দূরীকরণে মা সমাবেশ
Published : Wednesday, 24 November, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষন ঘাটতি দূরীকরণে শিক্ষক- অভিভাবক এবং মায়েদের করণীয় শীর্ষক মা সমাবেশ গতকাল মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মীর হোসেন মীরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিআর সাকিনা বেগম।
সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সিফাত জাহান নাভা ও ৪র্থ শ্রেণির ছাত্র মুন্তাসির মাহদি সিয়ামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোশারফ হোসেন, সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা মোকলেছ মিয়া, প্রধান শিক্ষক মজিবুর রহমান ও পৌর আওয়ামী লীগের সদস্য শাহজালাল। সমাবেশে বিদ্যালয়ের ৩ শতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন।
বক্তব্যে প্রধান অতিথিসহ বক্তাগণ বলেন, করোনার কারণে দেড় বছর বিদ্যালয় বন্ধ ছিল। দীর্ঘকালীন এ বন্ধের কারণে শিক্ষার্থীদের যে শিক্ষণ ঘাটতি হয়েছে তা দূর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এমনতর পরিস্থিতিতে কেবল সরকার কিংবা শিক্ষকগণ চাইলেই হবেনা। এক্ষেত্রে অভিভাবক বিশেষ করে মায়েদর দায়িত্ব নিতে হবে। তবেই এ দুর্বলতা কিছুটা হলেও কাটিয়ে উঠা সম্ভব হবে। তাই শিক্ষকদের পাশাপাশি  মায়েদের আরো দায়িত্বশীল হওয়ার জন্য বক্তাগণ অনুরোধ জানান। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এসময় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি মেরিনা সুলতানা, জাহাঙ্গীর হোসেন, মরিয়ম আক্তার ও রৌশনারা আক্তার প্রমুখ।