ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৫ কেজির আইড় ৮ হাজারে বিক্রি
Published : Saturday, 27 November, 2021 at 12:00 AM
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ধরা পড়া পাঁচ কেজি ১০০ গ্রাম ওজনের একটি আইড় মাছ। যা আট হাজার টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) চরভদ্রাসন বাজার থেকে আট হাজার টাকায় কিনেনে একজন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে পদ্মায় মাছটি জামালপুরের সদর থানার বাসিন্দা মজনু বেপারীর (৪১) জালে ধরা পড়ে। শুক্রবার সকালে বিক্রির জন্য মাছটি নিয়ে আসা হয় চরভদ্রাসন সদর বাজারে। বাজারের রফিক খানের আড়তে মাছটি সাত হাজার ছয়শ টাকা বিক্রি করা হয়। রফিকের আড়ৎ থেকে মাছটি কেনেন মাছ ব্যবসায়ী শামসু বেপারী।
মজনু বেপারী জানান, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটের উত্তর দিকে পদ্মা নদীতে তারা ছয়জন মিলে জাল ফেলেন। আইড় মাছটি ধরা পড়ার পর রশি দিয়ে বিশেষ পদ্ধতিতে নদীর পানিতে রেখে দেওয়া হয়।
শামসু বেপারী জানান, মাছটি কেনার পর ওজন দিয়ে দেখি পাঁচ কেজি একশ ৭৫ গ্রাম। মাছটি সদর ইউনিয়নের মো. হায়দার শেখ নামে এক ব্যক্তি আট হাজার টাকায় কিনেছেন।
এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, পদ্মায় সারা বছরই কমবেশি আইড় মাছ পাওয়া যায়। তবে পাঁচ কেজির বেশি ওজনের মাছ খুব কম মিলে।