ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Published : Saturday, 27 November, 2021 at 12:00 AM, Update: 27.11.2021 12:16:02 AM
বার্ডে বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতগতকাল ২৬ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বার্ডের লালমাই অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর-এর সম্মানিত কিউরেটর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব জনাব মোঃ নজরুল ইসলাম খান। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের কেন্দ্রে ছিল গ্রাম। জাতির পিতার পল্লী উন্নয়ন দর্শনকে ধারণ করে বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা হলে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। সেমিনারে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি। সভাপতির বক্তৃতায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব বলেন, মুজিব জন্মশতবার্ষিকীতে বার্ডে বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠার উদ্যোগ এক অনন্য প্রয়াস। বঙ্গবন্ধুর পল্লী উন্নয়ন ভাবনাকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করার উদ্যোগকে সার্বিকভাবে সহায়তা করবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান। সেমিনারে বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য, পরিচালক (প্রশাসন), বার্ড এবং জনাব ফৌজিয়া নাসরিন সুলতানা, যুগ্ম পরিচালক, বার্ড। সেমিনারে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন সেমিনার পরিচালক ড. কামরুল হাসান, পরিচালক (প্রকল্প), বার্ড। উক্ত সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর-সংস্থার প্রতিনিধি এবং বার্ডের অনুষদবর্গসহ ৮০ জন অংশগ্রহণকারী মুক্ত আলোচনায় তাঁদের মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য যে, সুখী-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর পল্লী উন্নয়ন ভাবনা, দর্শন ও কর্মের মূল্যায়ন, প্রচার ও প্রসার, বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর পল্লী উন্নয়ন চিন্তা-চেতনা ও আদর্শ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে একটি বিশ্বমানের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য বাংলাদেশে পল্লী উন্নয়নের সূতিকাগার প্রতিষ্ঠান বার্ড, কুমিল্লা কর্তৃক ‘বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডেভেলপমেন্ট’ প্রতিষ্ঠার প্রয়াস নেয়া হয়েছে। এ প্রচেষ্টার অন্যতম লক্ষ্য হচ্ছে দেশ-বিদেশের পল্লী উন্নয়ন চিন্তাবিদ, গবেষক ও পেশাজীবীদের জন্য জ্ঞান চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। উক্ত সেমিনারের সহযোগী সেমিনার পরিচালক ও সহকারী সেমিনার পরিচালক-এর দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব ফৌজিয়া নাসরিন সুলতানা, যুগ্ম-পরিচালক এবং জনাব আনাস আল ইসলাম, সহকারী পরিচালক, বার্ড।