ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইতালিতে আশ্রয় নিয়েছেন সবুজ চোখের সেই আফগান নারী
Published : Saturday, 27 November, 2021 at 12:07 PM
ইতালিতে আশ্রয় নিয়েছেন সবুজ চোখের সেই আফগান নারীদীর্ঘ প্রায় চার দশক আগে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া সবুজ চোখের আফগান শরণার্থী নারী শরবত গুলা এখন ইতালিতে। ন্যাশনাল জিওগ্রাফির প্রচ্ছদ স্টোরি হয়ে আলোচনায় আসেন এ আফগান নারী।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ইতালি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আফগান নাগরিক শরবত গুলা রোমে পৌঁছেছেন। তবে তার পৌঁছানোর নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

রোম জানিয়েছে, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান ত্যাগে ইচ্ছুক নাগরিকদের সরাতে কাজ করে যাওয়া একটি অলাভজনক সংস্থার আবেদনে সাড়া দিয়ে তারা শরবত গুলাকে সরিয়ে নিয়েছে।

১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে আলোকচিত্রী স্টিভ ম্যাককারির তোলা সবুজ চোখের এক আফগান মেয়ের ছবি প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে শোরগোল শুরু হয়। বিবর্ণ পোশাক ও ধুলোমাখা ক্লান্ত মুখে শরবত গুলার সবুজ চোখের মর্মভেদী দৃষ্টি ছবিটিকে পরিচিত করে তোলে। বিপন্নতা, অসহায়ত্ব, উদ্বেগ—কী ছিল না ওই চোখ দুটিতে। জ্বলজ্বলে সবুজ চোখে যেন সারা দুনিয়ার মানুষের চোখে চোখ রেখে কথা বলছিল ওই কিশোরী। ‘আফগান গার্ল’ নামে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে মেয়েটি।