ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপের প্লে অফেই মুখোমুখি ইতালি-পর্তুগাল!
Published : Saturday, 27 November, 2021 at 12:56 PM
বিশ্বকাপের প্লে অফেই মুখোমুখি ইতালি-পর্তুগাল!কাতার বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের প্রধান বাছাইপর্ব শেষ। এখন অপেক্ষা প্লে অফের। এরই মধ্যে রোমাঞ্চ হয়ে এসেছে পর্তুগাল ও ইতালির সম্ভাব্য দ্বৈরথ। কারণ অবস্থা এমন যে এই দুই দলের যেকোনো এক দলই খেলতে যাচ্ছে বিশ্বকাপ।
ইউরোপিয়ান দলগুলো এবার একেবারে ভিন্ন পদ্ধতির প্লে অফে লড়বে। সেমিফাইনাল পদ্ধতির এই প্লে অফের প্রথম ম্যাচে নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে ইতালি। অন্যদিকে পর্তুগাল মুখোমুখি হবে তুরস্কের।

এই দুই ম্যাচে যারা বিজয়ী হবে তারা মুখোমুখি হবে আরেকটি ম্যাচে। সেখান থেকে যারা জিতবে তারাই যাবে কাতার বিশ্বকাপের মূল পর্বে।

খাতা কলমের হিসেবে মেসিডোনিয়ার বিপক্ষে ইতালির জয়ের সম্ভাবনাই বেশি। অন্যদিকে তুরস্কের বিপক্ষে ফেবারিট পর্তুগাল। ফলে বিশ্বকাপে ওঠার লড়াইয়ে অলিখিত ফাইনালে তখন মুখোমুখি হবে ইতালি এবং পর্তুগাল। সেই ম্যাচে যারা জিতবে তারাই যাবে বিশ্বকাপে। 

অবশ্য এটাই যে হবে তার নিশ্চয়তা নেই। কারণ উভয় দলই যদি নিজেদের প্রথম ম্যাচে বিদায় নেয় তাহলে আগেই শেষ হয়ে যাবে দল দুটির বিশ্বকাপ স্বপ্ন।

এক নজরে দেখে নিন প্লে অফের এবারের ম্যাচগুলোতে কে কার মুখোমুখি

স্কটল্যান্ড বনাম ইউক্রেন
ওয়েলস বনাম অস্ট্রিয়া

এই দুই ম্যাচের বিজয়ী দুই দল মুখোমুখি হবে আরেকটি ম্যাচে এবং সেখানে বিজয়ী দলটি যাবে বিশ্বকাপে।

রাশিয়া বনাম পোল্যান্ড
সুইডেন বনাম চেক রিপাবলিক

এই দুই ম্যাচের বিজয়ী দুই দল মুখোমুখি হবে আরেকটি ম্যাচে এবং সেখানে বিজয়ী দলটি যাবে বিশ্বকাপে।

ইতালি বনাম নর্থ মেসিডোনিয়া
পর্তুগাল বনাম তুরস্ক

এই দুই ম্যাচের বিজয়ী দুই দল মুখোমুখি হবে আরেকটি ম্যাচে এবং সেখানে বিজয়ী দলটি যাবে বিশ্বকাপে।

ডেইলি বাংলাদেশ/এএল