কুমিল্লার চান্দিনায় সাবেক ডেপুটি স্পিকার মরহুম অধ্যাপক মো. আলী আশরাফ প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়ার উদ্দেশ্যে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ নভেম্বর) সকালে কলেজের মিলনায়তনে ওই মিলাদ মাহফিল হয়। এতে অধ্যক্ষ মো. মামুন পারভেজ এর সভাপতিত্বে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, অধ্যাপক শ্রীধর বণিক, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, পরীক্ষা কমিটির প্রধান দুলাল দেবনাথ, খলিলুর রহমান, ফখরুল আলম, জাহাঙ্গীর আলম, আবুল হাসেম, মো. আবু হানিফ, বিদায়ী শিক্ষার্থী তাসফিয়া সুলতানা, একাদশ শ্রেণির শিক্ষার্থী সামান্তা জিনিয়া, মাইমুনা তাসনিম প্রমুখ।