চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারের নজির গড়লেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৪ দশমিক ৪ ওভারে ১১৬ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তাইজুল। পাকিস্তানের বিপক্ষে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। আগেরটি ছিলো ২০১৫ সালে খুলনা টেস্টে ১৬৩ রানে ৬ উইকেট।
এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে চার টেস্টে এক ইনিংসে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন তাইজুল। ৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে নবমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি। টেস্টে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ নয়বার পাঁচ বা ততোধিক উইকেট শিকারীও তাইজুল।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে আজ তাইজুলের শিকার হন- পাকিস্তানের আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলি ও নোমান আলি।
টেস্ট ক্যারিয়ারে তাইজুলের সেরা বোলিং ফিগার জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ দশমিক ৫ ওভার বল করে ৩৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল।