ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় কেন্দ্র দখল-জালভোট সহিংসতায় আহত ২০ জন
Published : Monday, 29 November, 2021 at 12:00 AM
বরুড়া নৌকা প্রার্থী সহ ৩ জনের নির্বাচন বর্জন
ইলিয়াছ আহমদ, বরুড়া  ||
কুমিল্লার বরুড়ায় কেন্দ্র দখল, সহিংসতা ও জাল ভোটের মধ্য দিয়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রিসাইডিং অফিসার পুলিশ সহ বিভিন্ন কেন্দ্রে ২০ জন আহত হয়েছে। গতকাল রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। দিনব্যাপী ভোট কেন্দ্র দখল, সহিংসতা ও জাল ভোটের ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, আড্ডা ইউনিয়নের আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকরা কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান করে। তাৎক্ষনিক নির্বাহী ম্যাজিষ্টেড উপস্থিত হয়ে ৪৬টি জাল ভোট বাতিল করে। আড্ডা কৃঞ্চপুর কেন্দ্র, বোয়ালিয়া কেন্দ্র দখল করার অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলাল মিয়া ও জাফর উল্লাহ চৌধুরী। দুইজনে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাফর উল্লাহ চৌধুরী নির্বাচন বর্জন করেন।
এ ছাড়া আগানগর ইউনিয়ন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন কারী মোঃ ওমর ফারুক ভুইয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন ঘোড়া প্রতিক স্বতন্ত্র প্রার্থীর লোকেরা তার এজেন্ট বের করে দেন।
এছাড়া চিতড্ডা ইউনিয়নের মোহাম্মদপুর লুনা কেন্দ্র ও খোশবাস উত্তর ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র স্হগিত ঘোষণা করে প্রশাসন। ডেউয়াতলী কেন্দ্রে প্রিসাইডিং অফিসার গোলাম সরোয়ার ও পুলিশের এস আই মোঃ আবু হানিফ কে চুরিঘাত করে গুরুতর আহত করে। দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করতে আসলে এ ঘটনা ঘটে। । খোশবাস উত্তর ইউনিয়ন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র স্হগিত করা হয়। মুখোশ ধারীরা কেন্দ্র দখল করতে গেলে আদমপুর গ্রামের আমির হোসেন মারাত্মক জখম হন। তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এছাড়া আদমসারে সায়মন (৫) ও মন্জু নামে ২ জন ককটেল স্পীন্ডারে আহত হয়। খোশবাস উত্তর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে খাদিজা ৬ নামে একটি ককটেল স্পীডারে আহত হয়েছে। আড্ডা ইউনিয়ন কৃন্ষপুর কেন্দ্রে ইসহাক (২৬) তোফায়েল (১৬) ইউসুফ (৩৫) মনিরা (৪৬) আহত হয়েছে। শরাফতি কেন্দ্রে আরিফ (২২) শামীম (৩৫) সুমন (৩৫) আহত হয়েছে। এছাড়া পৌর এলাকার জিনসার গ্রামের হাসান (২১) রিমন (২৪) মামুন (২৩) আহত হয়েছে সরাফতি কেন্দ্রে। নারায়নপুর কেন্দ্রে আবদুল হাই( ৫৫) লক্ষীপুর কেন্দ্রে মোঃ রফিক নামে একজন আহত হয়েছে। কয়েকটি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে শান্তি পুর্ন ভাবে ভোট শেষ হয়েছে।