বরুড়া নৌকা প্রার্থী সহ ৩ জনের নির্বাচন বর্জন তিনটি কেন্দ্র স্হগিত
Published : Monday, 29 November, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার
বরুড়া উপজেলা রবিবার ইউনিয়ন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আগানগর ইউনিয়নে
নৌকা প্রতিক প্রার্থী মোঃ ওমর ফারুক ভুইয়া, আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের
বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলাল মিয়া আনারস প্রতিক ও স্বতন্ত্র
প্রার্থী মোঃ জাফর উল্লাহ চৌধুরী মোটরসাইকেল প্রতিক নির্বাচনে অনিয়মের
অভিযোগ এনে নির্বাচন বর্জন ঘোষণা করেন। নির্বাচনে মেম্বার প্রার্থীরা
কেন্দ্র দখল করতে গেলে তিনটি কেন্দ্র স্হগিত করা হয়। ঝলম ইউনিয়নের ডেউয়াতলী
কেন্দ্র, চিতড্ডা ইউনিয়নে মোহাম্মদপুর লোনা কেন্দ্র ও খোশবাস ইউনিয়নের
আদমপুর কেন্দ্র স্হগিত করা হয়।