ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তির নাওড়া সপ্রাবি'র সহকারি শিক্ষিকা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত
মোঃ জামাল হোসেন
Published : Monday, 29 November, 2021 at 11:58 AM
 শাহরাস্তির নাওড়া সপ্রাবি'র সহকারি শিক্ষিকা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতশাহরাস্তি পৌরসভা ৪নং ওয়ার্ড  নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা (৩০)!মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি -----রাজিউন)।

গত বৃহস্পতিবার ২৫ নভেম্বর স্কুলে যাওয়ার পথে বানিয়াচো এলাকায় অটোরিক্সার সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তির স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা অবনতি ঘটলে ওনাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। পরে চাঁদপুর তার বাবার বাড়িতে অবস্থানরত ২৯ নভেম্বর মধ্যরাতে তার শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে, পিতা মাতা, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা মৃত্যুতে আত্মীয়-স্বজন শিক্ষকমন্ডলী ছাত্র-ছাত্রী অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।