১৯৮৩। ‘পুকার’ ছবি মুক্তি পেয়েছে। অমিতাভ বচ্চন এবং রণধীর কপূর অভিনীত সুপারহিট ছবি! সেই ছবির শ্যুটিংয়ের সময়ে চমকপ্রদ এক ঘটনা ঘটে। অমিতাভ সেই ঘটনাটি লেখেন নিজের ব্লগে।
গোয়ায় মারপিটের দৃশ্য শ্যুট হচ্ছে। রণধীরের ছোট মেয়ে করিনা কপূরও সেখানে উপস্থিত। সে সময়ে তাঁর বাবাকে মারছেন অমিতাভ। ছোট্ট করিনা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বাবাকে রক্ষা করার চেষ্টা করেন। ‘দুষ্টু লোক’-এর থেকে বাঁচানোর জন্য বাবাকে জড়িয়ে ধরেন করিনা। বালিতে পা গিয়েছে নোংরা হয়ে।
আরও পড়ুন
বোকার মতো ট্রেডমিলে না দৌড়ে মাটি কোপাও! জ্যাকলিনকে ধমক সলমনের
এমনই সময়ে করিনার সেই ‘দুষ্টু লোক’ ওরফে অমিতাভ শ্যুট থামিয়ে বেবোর কাছে এসে তাঁর পা ধুয়ে দেন জল দিয়ে। এ ভাবেই করিনাকে তিনি বোঝাতে চেয়েছিলেন, রণধীরকে মারধর করার ঘটনা সত্যি নয়। সবই নকল, অভিনয়। শাহেনশাহ-র কথায় ‘‘পা ধুয়ে দেওয়ার পরে মনে হয়, করিনার ধারণা একটু হলেও পাল্টেছিল। আমি যে খারাপ নই, সেটি বোধহয় ছোট্ট করিনা বুঝতে পারে। করিনা আজও সেই ঘটনা মনে রেখেছে।’’