আফ্রিকার ৮দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা শুরু হলো সোমবার ২৯ নভেম্বর। ওমিক্রন ভাইরাসের ভয়াবহতা যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে কিংবা শীঘ্রই তা সংক্রমিত হতে পারে আশঙ্কা থেকেই প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এয়ারপোর্ট সমূহে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করোনায় মারাত্মক ক্ষতির শিকার নিউইয়র্ক স্টেটের গভর্নর হকুল ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
হাসপাতালসমূহে গুরুতর রোগী ছাড়া ভর্তি করতে মানা করেছেন। রেস্টুরেন্ট এবং কর্মস্থলে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সকলকে হাত ধোয়া এবং দ্রুত পূর্ণ ডোজের ভ্যাকসিন গ্রহণকারিদেরকে বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানানো হয়েছে ফেডারেল স্বাস্থ্য দফতর থেকে। অর্থাৎ গত বছরের মার্চ-এপ্রিলের মত অজানা এক শঙ্কায় ক্রমান্বয়ে গ্রাস করছে যুক্তরাষ্ট্রকে। এমনি অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন করে শঙ্কা প্রকাশ করেছেন যে, পূর্ণ ডোজের টিকার পর বুষ্টার ডোজ নিলেই কী ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে সক্ষম হওয়া যাবে? এ নিয়ে অবশ্য আশ্বাস দিয়েছে মডার্নার বিজ্ঞানীরা।