বগিভর্তি লাশ নিয়ে ছুটছে রাতের ট্রেন। সৈয়দপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনের গন্তব্য কুমিল্লার কোনও এক নির্জন স্থান। রাতের মধ্যেই মৃতদেহগুলো গুম করতে হবে। আর এই রোমহর্ষক দায়িত্বটি পড়েছে রেলওয়ের বিটি গার্ড ওয়াজিউল্লাহ চৌধুরীর ওপর।
গল্প নয়, এটি সত্য ঘটনা। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে কোনও এক রাতে নির্বিচারে গণহত্যার এমন ঘটনাকে পর্দায় তুলে আনছে থিয়েটার এন্টারটেইনমেন্ট। নাটকটির নাম ‘শ্বাপদ’। পিকলু চৌধুরীর প্রযোজনায় এটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির।
গত সপ্তাহে সৈয়দপুরে এটির শুটিং শেষ হয়। চলছে সম্পাদনার কাজ। যা প্রচারের লক্ষ্য বিজয়ের মাস ডিসেম্বরে দেশের যেকোনও একটি টিভি চ্যানেলে।
অন্যতম তিন চরিত্রে শবনম ফারিয়া, এফ এস নাঈম ও তারিক আনাম খান
প্রযোজক পিকলু চৌধুরী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসে লুকিয়ে আছে অসংখ্য ছোট ছোট ঘটনা। কোনও কোনও ঘটনা এতটাই নৃশংস যে সেসব গল্প শুনলে যে কারও বুক কেঁপে ওঠে। তেমনই একটি ঘটনা ঘটেছে তৎকালীন পাকিস্তান রেলওয়েতে বিটি গার্ড হিসেবে কর্মরত ওয়াজিউল্লাহ চৌধুরীর জীবনে।