ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদায় অনুষ্ঠান শেষে চিৎকার, বের হতেই শিক্ষকরা পেলেন পরীক্ষার্থীর লাশ
Published : Monday, 29 November, 2021 at 8:29 PM
বিদায় অনুষ্ঠান শেষে চিৎকার, বের হতেই শিক্ষকরা পেলেন পরীক্ষার্থীর লাশচুয়াডাঙ্গা শহরের আলহেলাল ইসলামি একাডেমি চত্বরে মাহবুবুর রহমান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন আলী জানান, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে অফিস কক্ষে ফিরে আসেন শিক্ষকরা। পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের প্রস্তুতি চলছিল। অন্য শিক্ষার্থীদের আর্তচিৎকারে বাইরে গিয়ে ওই ছাত্রকে স্কুল প্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন শিক্ষকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র নিয়ে স্কুলের মধ্যে ঢোকে বহিরাগত তিন যুবক। এ সময় তারা তন্ময়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বেলা ১২টার পরপরই একটি মোটরসাইকেলে চেপে বিদ্যালয়ে যায় এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর। এরপরই ধারালো অস্ত্র নিয়ে বিদ্যালয় চত্বরে যায় তিন কিশোর। এরপর প্রকাশ্যে মাহবুবুরকে কুপিয়ে জখম করে তারা। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।