Published : Monday, 29 November, 2021 at 9:36 PM, Update: 29.11.2021 9:39:21 PM
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় কুমিল্লায় কাউন্সিলর সোহেল এবং তার রাজনৈতিক সতীর্থ হরিপদ সাহা কিলিং মিশনের হিট স্কোয়াডের সম্ভাব্য ৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ২৮ নভেম্বর এজাহার নামীয় আসামি জিসানকে কোতয়ালি থানার পাচথুবী এলাকা হতে এবং তদন্তে প্রাপ্ত আসামী মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তকে গ্রেপ্তারের ২৯ নভেম্বর বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট ২ নং আমলি আদালতে উঠানো হয়। আদালতে এই দুই জনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানি না হলেও তাদেরকে কারাগারে পাঠানো হয়। এনিয়ে ৩ আসামিকে রেব ও ৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়,কিলিং মিশনে অংশগ্রহণকারী সদস্যরা হল- শাহ আলম (এজহার নামীয়), সাজেন (এজহার নামীয়), সাব্বির (এজহার নামীয়), জেল সোহেল (এজহার নামীয়) নাজিম এবং ফেনী থেকে আগত একজন অজ্ঞাত আসামি। প্রাথমিকভাবে জানা যায় যে, আসামিরা ঘটনার আগের রাত্রে এজহার নামীয় আসামি সাজেনের বাসায় বৈঠক করে এবং ঘটনার দিন দুপুর ৪ টার দিকে একটি অটো ভাড়া করে কাউন্সিলরের অফিসের দিকে রওনা দেয়। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রাব্বি ইসলাম অন্ত ২৯ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায় যে, সে হিট স্কোয়াডের সদস্যদের অটো ভাড়া করে দিয়েছিল।
পুলিশ জানায়, ঘটনার পর পরই কুমিল্লা জেলা পুলিশ, এন্টি টেররিজম ইউনিট এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট এর বিশেষজ্ঞ দল ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তারের কাজ শুরু করে। এই প্রেক্ষিতে ঘটনার এজহার নামীয় আসামি মাসুমকে ২৫ নভেম্বর চান্দিনা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২৮ নভেম্বর এজহার নামীয় আসামি জিসানকে কোতয়ালি থানার পাচথুবী এলাকা হতে এবং তদন্তে প্রাপ্ত আসামী মোহাম্মদ রাব্বি ইসলাম অন্ত প্রকাশ অন্ত (১৯)কে দেবিদ্বার এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রাব্বি ইসলাম অন্ত প্রকাশ অন্ত (১৯), অদ্য ২৯ নভেম্বর ২০২১ তারিখে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
হিট স্কোয়াডের শনাক্তকৃত অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিমের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে।