অবৈধভাবে নির্মিত ৫ তলা ভবন ভেঙে দিলো ডিএসসিসি
Published : Tuesday, 30 November, 2021 at 12:00 AM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭২ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকায় রাস্তার ওপরে অবৈধভাবে নির্মিত একটি পাঁচ তলা ভবনের উচ্ছেদ কার্যক্রম শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মান্ডার কলেজ রোডে ছাতা মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্মিত এই ভবনের উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।
সোমবার (২৯ নভেম্বর) সকাল ১১টা থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
হৃদয় মিয়া ওরফে সোলাইমান নামে এক ব্যক্তি রাস্তার ওপরে মোট ৩ হাজার ২০০ বর্গফুট আয়তনের পাঁচ তলা এই ভবনটি অবৈধভাবে নির্মাণ করেন।
অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, ‘এক সময় এদিক দিয়ে একটি খাল প্রবাহিত হতো। বর্তমানে এই জায়গায় সরকারি রাস্তা রয়েছে। জনৈক হৃদয় মিয়া রাস্তার প্রায় সাড়ে ৬০০ বর্গফুট জায়গা দখল করে অবৈধভাবে পাঁচ তলা ভবন গড়ে তোলেন। সেই ভবন উচ্ছেদে আজ থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে অবৈধ ভবনটির উল্লেখযোগ্য অংশ উচ্ছেদ করা হয়েছে।’
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে উচ্ছেদের বাকি কার্যক্রম চলবে। অভিযানকালে ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম শামীম ও সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা খান প্রমুখ উপস্থিত ছিলেন।