Published : Tuesday, 30 November, 2021 at 12:00 AM, Update: 30.11.2021 3:11:49 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় পাল্টা সংবাদ সম্মেলন করেছে চান্দিনা পৌর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. মনির খন্দকার। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে ওই সংবাদ সম্মেলন করেন তিনি।
মনির খন্দকার জানান, গত ২৮ নভেম্বর কুমিল্লার কয়েকটি স্থানীয় পত্রিকায় ‘পৈত্রিক সম্পত্তি ফেরত পেতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন’ নামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমার একই গ্রামের মরহুম জাফর আলীর পরিবার ওই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য উপস্থাপন করে এবং দালিলিক কোন প্রমানাদি উপস্থাপন না করে আমার বিরুদ্ধে ওই সংবাদ সম্মেলন করেন তারা। ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত ওই পরিবারটি।
প্রকৃতপক্ষে, উল্লেখিত ওই সম্পত্তি সিএস ও আরএস খতিয়ান মূলে আমাদের পৈত্রিক সম্পত্তি। তারা আমাদের পরিবারে গৃহস্থলির কাজ করতো। আমার পিতা মো আব্দুল লতিফ খন্দকার ১৯৯৭ সালে মৃত্যু বরণ করার পর জাফর আলী আমার পিতা ও দাদার দুইটি ভূয়া দলিল উপস্থাপন করে উক্ত সম্পত্তি দাবী করে। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক শালিশ দরবারও হয়। সেখানেও তার ওই দলিলটি নিয়ে প্রশ্ন তোলে সবাই। পরবর্তীতে জাফর আলী বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি সাত মাস পরিচালনা করার পর বাদীপক্ষ নিজ খরচে মামলাটি প্রত্যাহার করে নিয়ে আসেন। পরবর্তীতে জাফর আলী নামীয় ওই দলিলটি জাল বলে প্রমান করতে আমি বিজ্ঞ আদালতে মামলা করি। ওই মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।
২০০১ সালে জাফর আলী ও তার পরিবার আমার বাড়িতে হামলা করে উল্লেখিত সম্পত্তি থেকে আমাদের বেদখল দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি আমার পৈত্রিক ভিটিতে আজও শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি।
ওই সম্পত্তির জের ধরে প্রতিপক্ষ জাফর আলীর পরিবার বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে আমার সম্মানহানী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন জাকির হোসেন খন্দকার, মামুন, সুমন, মাসুদ, বাবুলসহ আরও অনেকে।