ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২ জনের মৃত্যু শনাক্ত ২২৭
Published : Tuesday, 30 November, 2021 at 12:00 AM
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছে ২২৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখন পর্যন্ত ২৭ হাজার ৯৮০ জন মারা গেছেন। এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৬ হাজার ১১ জন। সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে সুস্থ হয়েছেন ২৮০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ১০০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৮৯১টি। এখন পর্যন্ত এক কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৩৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৫০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জনই পুরুষ। ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জনই ঢাকার। সরকারি হাসপাতালে মারা গেছেন তারা।