ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রিসাইডিং ও পুলিশ কর্মকর্তাকে কোপানোর ঘটনায় মামলা
Published : Tuesday, 30 November, 2021 at 12:00 AM, Update: 30.11.2021 3:09:42 AM
প্রিসাইডিং ও পুলিশ কর্মকর্তাকে কোপানোর ঘটনায় মামলাইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কুমিল্লার বরুড়ায় প্রিসাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার উপজেলা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোঃ অহিদুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা প্রিসাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া ও পুলিশের এসআই আবু হানিফকে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রেক্ষিতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ওসি মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।