মনোহরগঞ্জে পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও মিলাদ মাহফিল
Published : Wednesday, 1 December, 2021 at 12:00 AM
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আশ্রাফ মানিক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার উপাধ্যক্ষ আবদুল কুদ্দুছ হিলালী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সৌদিআরব প্রবাসী আবুল বাশার ভূঁইয়া, সৌদি আরব প্রবাসী ও দাতা সদস্য আলহাজ্ব সামছুল আলম পাটোয়ারী, প্রতিষ্ঠানের দাতা সদস্য ওমর ফারুক ভুঁইয়া, প্রতিষ্ঠানের নব নির্বাচিত দাতা সদস্য ও এমিকো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সফিক উল্লাহ প্রমুখ। স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সাবেক সদস্য আবদুর রশিদ মেম্বার, মোস্তফা কামাল মেম্বার, ডা. জাহাঙ্গীর আলম, বর্তমান সদস্য সৈয়দ আহমেদ মেম্বার, আলমগীর হোসেন, সফিকুর রহমান, স্কুল শাখার সিনিয়র সহকারি শিক্ষক সেলিম হোসেন, ইব্রাহিম হাওলাদার, শাহ আলম পাটোয়ারি, কলেজ শাখার ইংরেজি বিভাগের প্রভাষক সাংবাদিক আকবর হোসেন, প্রভাষক ইকবাল হোসেন, কাউছার আহমেদ শরীফ, আছমা আক্তার, তাহমিনা আক্তার, মঞ্জুর হোসেনসহ সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ। পরে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন কলেজ শাখার প্রভাষক মোশারফ হোসেন।