বুড়িচংয়ে দুই কিলোমিটার সড়ক সংস্কার
Published : Wednesday, 1 December, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে নিজস্ব অর্থায়নে এলাকার জনগণের চলাচলের সুব্যবস্থা ও দু:খ দুর্দশা লাগবে গ্রামীণ প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কারে এগিয়ে এলেন সাবেক মেম্বার মো. রফিজুল ইসলাম।
সরেজমিনে জানা যায়, বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন একটি সীমান্তবর্তী একটি সমৃদ্ধ জনপদ হলেও ভৌগলিক সীমারেখায় সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত লোকজনের সেখানে বসবাস বেশি। তারপর সীমান্তবর্তী কতিপয়
গ্রামের রাস্তা-ঘাট বর্তমান চেয়ারম্যান আবদুল করিমের সময়ে মেরামত করা হলেও গ্রামীণ অনেক রাস্তাঘাট সংস্কারের
কর্মসূচি করোনার মহামারির ফলে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী গ্রাম আনন্দপুর অন্যতম। আনন্দপুর গ্রামের সাবেক মেম্বার মো. রফিজুল ইসলাার জনগণের চলাচল ও সার্বিক অসুবিধার কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে এলাকার রাস্তা ঘাট সংস্কার কর্মসূচিতে হাত দেন। এক বিবৃতিতে গতকাল ৩০ নভেম্বর দুপুরে তিনি সাংবাদিকদের জানান - বর্তমান সরকার গ্রামীণ জনপদে অনেক রাস্তা ঘাট নির্মাণ করলে ও বাকশীমুল ইউনিয়নের শত শত জনগণ চলাচলের রাস্তা বিশেষত আনন্দপুর ফিরোজ মিয়ার বাড়ি হতে আনন্দপুর বড় মাঠ পর্যন্ত রাস্তা সংস্কারের কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে প্রতিদিন এ রাস্তা দিয়ে সিএনজি, অটোরিক্সা ও অন্যান্য যানবাহন চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখিন হতে হয়। জরুরী ডাক্তারী সেবা পেতে এ রাস্তা দিয়ে তাৎক্ষণিক কোন যাতাযাতের ব্যবস্থা না থাকায় তিনি এ রাস্তা সংস্কারে ব্যক্তিগত
উদ্যোগে এগিয়ে আসেন। তিনি আরো বলেন- জনগণের প্রাণের দাবি অচিরেই এ রাস্তায় ইটের সলিং ও পরবর্তীতে পাকাকরণে বর্তমান এমপি এড. আবুল হাসেম খাঁন ও উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দার এগিয়ে আসবেন। এসময় উপস্থিত ছিলেন আ: জলিল, মো. মফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ফিরোজ মিয়াসহ এলাকার সুধী সমাজের অন্যান্য নেতৃবৃন্দ।