বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ কারাগারে-২
Published : Wednesday, 1 December, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৪ কেজি গাঁজা ও একটি নাম্বার বিহীন মোটর সাইকেলসহ দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলার আন্দিকোট ইউনিয়নের পাক দেওড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মোটর সাইকেল যোগে গাঁজা পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই জুয়েল রানাসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পাক দেওড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন ডালপা গ্রামের হান্নান ভূইয়ার ছেলে বাবু মিয়া (২৭) ও পাক দেওড়া গ্রামের আব্দুল লতিফ ভূইয়ার ছেলে দুবরাজ মিয়া (৩২)। এ সময় তাদের সাথে থাকা একটি নাম্বার বিহীন মোটর সাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে আসামীদের কুমিল্লার আমলী আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা শিকার করে দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।