ডাঃ শাহ জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসা ও এতিমখানার অভিবাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ
Published : Wednesday, 1 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর ডাঃ শাহ জসিম উদ্দিন ভূইয়া দারুচ্ছুন্নাহ মাদরাসা ও এতিমখানায় বার্ষিক মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উক্ত মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে আয়োজিত মিলাদ মাহফিল ও সমাবেশে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদরাসা সভাপতি হাজী সুরুজ কেরানী। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ডাঃ শাহ জসিম উদ্দিন ভূইয়া। উপস্থিত ছিলেন নাল্লা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্বাস খান, ডাক্তার সিরাজুল ইসলাম, একে এম জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম মাষ্টার, সফিকুল ইসলাম মাষ্টার, মোঃ সেলিম মিয়া, হাফেজ আবুল কালাম, আবদুল হাকিম ভুইয়া, সাম মিয়া, খায়রুল আলম ভূইয়া, জসিম উদ্দিন, হেলাল মেম্বার, আবদুল মোনাফ মেম্বার সহ উক্ত মাদরাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, আভিবাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।