জহির শান্ত: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্ব-সম্মানে মুক্তি দিয়ে বাসায় পৌঁছে দেয়ার আহবান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আন্দোলন শুরু হয়েছে, মানুষ জেগে উঠছে। আর মানুষ একবার জেগে উঠলে পতন ঠেকানো যাবে না, পালানোর পথ পাবেন না।যে আন্দোলন শুরু হয়েছে-এর শেষ হবে সরকারের পতনের মাধ্যমে। তাদের পতন অনিবার্য।’বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু- চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামানা দুদু সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের বাঁচার একমাত্র পথ- খালেদা জিয়ার মুক্তি। এ মাটি শক্ত মাটি। একবার যদি বেঁকে বসে, বিদ্রোহ করে- তবে আর টিকতে পারবেন না। বেগম জিয়া ও তার দল এবং নেতাকর্মীদের হেয় করে কথা বলবেন না। বিএনপি আপনাদের শত্রু না। যে অন্যায় করছেন- সে অন্যায় থেকে বের হয়ে আসেন।’
এই কুমিল্লা থেকে অনেক বরেণ্য ব্যক্তিত্ব গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কুমিল্লার মানুষের মন অনেক বড়। অনেক শিক্ষা-দীক্ষা। অনেক মানবিক মূল্যবোধসম্পন্ন। এই কুমিল্লায় অনেক স্বাধীনতা সংগ্রামী, ভাষা সংগ্রামীর জন্ম হয়েছে।’
তিনি নেতা-কর্মীদের প্রতি আহবান জানান, ‘আন্দোলনের ডাক আসলে পথে নেমে আসতে হবে। ঐক্যবদ্ধভাবে যখন ডাক আসবে সেই ডাক জনাব তারেক রহমানের পক্ষ থেকে রাস্তায় নেমে যেতে হবে। সবকিছু অচল করে দিতে হবে। গণতন্ত্র ছাড়া স্বাধীনতা ছাড়া আমরা গড়ে ফিরে যাবনা। ’
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার সু চিকিৎসা না হলে আন্দোলন গ্রামে-গ্রামে ছড়িয়ে পড়বে। জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা খালেদা জিয়াকে ‘মা’ বলে সম্বোধন করেন। মায়ের কিছু হলে সবার আগে সন্তানেরা এগিয়ে আসে; রক্তের প্রয়োজন হলে রক্ত দেয়। তেমনি নেত্রীর জন্য যদি রক্ত দিতে হয়- সেই রক্ত দিতে সব সময় প্রস্তুত থাকতে হবে।’
তিনি বলেন, ‘আজকের (গতকাল) এই বিভাগীয় বিক্ষোভ সমাবেশ কুমিল্লা টাউনহলে হওয়ার কথা ছিল। কিন্তু জায়গা দেন নাই। আসার রাস্তা বন্ধ করা হয়েছে। আজকে বিভাগীয় বিক্ষোভ বন্ধ করেছেন। ক’দিন পর জেলা বন্ধ করবেন, একদিন থানা বন্ধ করবেন। কিন্তু যদি নেত্রীর সু চিকিৎসা করার ব্যবস্থা না করা হয়; আন্দোলন গ্রামে-গ্রামে ছড়িয়ে পরবে। ’ সে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
গতকাল ৩০ নভেম্বর মঙ্গলবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে ধর্মসাগর পাড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি. খালেদ মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি মেয়র হাফিজুর রহমান কচি মোল্লা, ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপি’র আয়োজক মো: জিল্লুর রহমান, কেন্দ্রীয় সদস্য ড. মারুফ হোসেন, সৈয়দ জাহাঙ্গীর আলম, হেনা আলাউদ্দিন, উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, কুমিল্লা দ: জেলা বিএনপি’র উপদেষ্টা এড. আক্কাছ, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমীর, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, জেলা যুবদল সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকি, মহানগর যুবদল সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা মহিলা দল সভাপতি সাকিনা বেগম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি সাহাবুদ্দিন ফারুক, কেন্দ্রীয় মৎস্যজীবি দল সদস্য সচিব আব্দুর রহিমসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেৃতবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন দ: জেলা বিএনপি প্রচার সম্পাদক মোস্তফা জামান ও সহ-দপ্তর সম্পাদক মো সরওয়ার জাহান দোলন।