কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনে ব্যবহৃত অস্ত্র গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
তানভীর দিপু
Published : Wednesday, 1 December, 2021 at 1:58 PM, Update: 01.12.2021 2:07:20 PM
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া কিলিং মিশনে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ শাখাওয়াত হোসেন জুয়েল নামে একজনকে নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ নভেম্বর কুমিল্লা সিটি ১৭ নং ওয়ার্ডে জোড়া হত্যাকান্ড শেষে প্রধান আসামি শাহ আলম অস্ত্রসহ গ্রেপ্তার জুয়েলের নাঙ্গলকোটের বাড়িতে অবস্থান করে বলে জানায় পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলায় জুয়েল ও শাহ আলমকে আসামি করে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, জেলখানায় থাকাকালীন সময়ে শাহ আলম ও জুয়েলের পরিচয় হয়। কিলিং মিশন শেষে শাহ আলম এই অস্ত্রগুলো নিয়ে জুয়েলের বাড়ি যায় এবং এক রাত অবস্থান করে আবার পালিয়ে যায়। জুয়েলের কাছে এই অস্ত্রগুলো রেখে যায়। পুলিশের ধারনা, কাউন্সিলর সোহেলে ও হরিপদ সাহা হত্যায় এসব অস্ত্রই ব্যবহার হয়েছে।