১২ ইউনিয়নে আ’লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ৯৫ প্রার্থী
Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯৫ প্রার্থী।
বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে তারা দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সমর্থিত অনুসারী ও সাবেক সাংসদ মরহুম অধ্যাপক আলী আশরাফ তনয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত অনুসারী প্রার্থী রয়েছেন।
ওই নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগকে দুইটি গ্রুপে পৃথক করে দুই ধারায় লবিং তদবির করে মনোনয়ন বাগিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপজেলার নবাবপুর ইউনিয়নে সর্বোচ্চ ১৪জন, জোয়াগ ইউনিয়নে ১৩জন, সুহিলপুর ইউনিয়নে ১২জন প্রার্থী দলীয় মনোনয়ন চান। এছাড়া বরকইট ইউনিয়নে ৯জন, বাতাঘাসী ইউনিয়নে ৯জন, মাধাইয়া ইউনিয়নে ৫জন, কেরণখাল ইউনিয়নে ৬জন, এতবারপুর ইউনিয়নে ৬জন, মাইজখার ইউনিয়নে ৫জন, গল্লাই ইউনিয়নে ৫জন ও বরকইট ইউনিয়নে ৮জন প্রার্থী মনোনয়ন চান। উপজেলার এক মাত্র বাড়েরা ইউনিয়নে ৩জন প্রার্থী মনোনয়ন চেয়েছেন।
মনোনয়নপত্র জমা দিয়ে অনেক প্রার্থী ঢাকায় অবস্থান করে লবিং তদবির চালিয়ে যাচ্ছেন।
উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করছেন, চান্দিনা উপজেলায় সদ্য প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এমপি সমর্থিত ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সমর্থিত নেতা-কর্মীরা পৃথক ভাবে দলীয় মনোনয়ন চাওয়ায় চান্দিনায় বেড়েছে প্রার্থী সংখ্যা। তবে কেউ আনুষ্ঠানিক ভাবে কোন নেতা মন্তব্য করতে রাজি নন।
সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর মনোয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এর আগেই পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনের জন্য সারা দেশের ৭০৭টি ইউনিয়নের মতো চান্দিনার ১২টি ইউনিয়নেও প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।