ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাল্যবিবাহ ও মোবাইল আসক্তিকে লাল কার্ড
Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার দেবীদ্বারে বাল্যবিবাহ ও মোবাইল আসক্তিকে লাল কার্ড দেখিয়ে উন্নত চরিত্র গঠনের শপথ নেয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১ ডিসেম্বর) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, মোবাইল ফোনে আসক্তি ও বাল্যবিয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে চরিত্র গঠনের শপথ নিয়েছেন তারা।
এসময় মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং ও মোবাইল ফোনে আসক্তির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহোল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা এটিএম মজিবুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম, সংগঠনের দেবিদ্বার শাখার অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সদস্য শাকিল আহম্মেদ প্রমুখ।