Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM, Update: 02.12.2021 12:03:03 AM
নিজস্ব প্রতিবেদক:
৫ম জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০২১ এ জাতীয় সম্মানসূচক পুরষ্কার অর্জন করেছেন কুমিল্লার কৃতি ভাস্কর মোহাম্মদ সামিউল আলম জাহেদ। তিনি কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ এর সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। ঢাকা আর্ট কলেজ থেকে গুণী এই শিল্পী বিএফএ(ডিগ্রী) ও এমএফএ(ড্রইং এন্ড পেইন্টিং) সম্পন্ন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হওয়া ৫ম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীটি সারা দেশের ২১ বা তদূর্ধ্ব বয়সী ১৩৫ শিল্পীর জমাকৃত ২৫৪টি শিল্পকর্ম থেকে বাছাইকৃত ১০৭ শিল্পীর ১১৪টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়। এ ছাড়া ১৬ জন আমন্ত্রিত এবং প্রয়াত পাঁচ পথিকৃৎ ভাস্করের একটি করে ভাস্কর্যও প্রদর্শিত হয়। জাতীয় এই অনুষ্ঠানে ১৩ জনকে পুরস্কৃত করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রদর্শনীতে করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক একটি ভাস্কর্য কর্নার।
ভাস্কর্য প্রদর্শনীতে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর। বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান, অলক রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
ভাস্কর সামিউল আলম জাহেদ বলেন, জাতীয় এই পুরষ্কার পেয়ে আমি খুব আনন্দিত। জ্ঞানী-গুণী অনেক ভাস্করের মাঝে আমি পুরষ্কৃত হয়েছি-যা খুবই গর্বের বিষয়। আমার জাতীয় এই পুরষ্কারটি কুমিল্লাবাসীর জন্য-ই। আশা করছি বাংলাদেশে অনুষ্ঠিত অন্যান্য প্রদর্শণীতেও অংশ নিবো।