Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM, Update: 02.12.2021 12:03:42 AM
নিজস্ব
প্রতিবেদক: আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। ২০২১ সালে এইচএসসি
পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় অংশ নিচ্ছে ১ লাখ ১৭ হাজার
৪ শ ৬১ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ২৬ জন এবং মেয়ে
পরীক্ষার্থী ৬৪ হাজার ৪ শ ৩৫ জন। উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষায় ছেলেদের
তুলনায় ১১ হাজার ৪ শ ৯ জন মেয়ে পরীক্ষার্থী বেশি।
এবার ৪ শ ৭টি প্রতিষ্ঠান এই পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষা বোর্ডের অধীনে ১ শ ৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান
বিভাগ থেকে অংশ নিচ্ছে ২৫ হাজার ৩ শ ৭৪ জন, মানবিক বিভাগ থেকে ৫৫ হাজার ৯ শ
৯০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩৬ হাজার ৯৬ জন।
এবার
নেয়াখালী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৬ শ ৯৩ জন, ফেনী ১১ হাজার ৮ শ
২২ জন, লক্ষ্মীপুর ৯ হাজার ৮ শ ১৮ জন, চাঁদপুর ১৮ হাজার ২ শ ২০ জন,
কুমিল্লা ৪১ হাজার ১ শ ৫৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১৬ হাজার ৭ শ ৫৪
জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম জানান, কুমিল্লা বোর্ডের ছয় জেলায়
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। শুরু থেকেই
কোন অনিয়ম ছাড়াই পরীক্ষা নেয়া হবে। করোনা নিয়ে আবার যেহেতু উদ্বেগ আছে
স্বাস্থ্যবিধি মানার ব্যবহার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া আছে।
পরীক্ষার্থী , শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাই যেন স্বাস্থ্যবিধি মানে সে
ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।