নিজ দলের লোকজনের হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত
Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
বিএনপি'র
চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও
বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের দাবিতে কুমিল্লায় অনুষ্ঠিতব্য বিভাগীয়
সমাবেশে যোগদানকে কেন্দ্র করে কায়কোবাদ অনুসারীদের হামলায় প্রফেসর ড.
শাহিদা রফিক অনুসারী মুরাদনগর উপজেলা বিএনপি'র ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে।
আহতরা হলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক
জর্জ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, কুমিল্লা উত্তর
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নাসির, উপজেলা
যুবদল নেতা জহিরুল ইসলাম সিদ্দিকী, জসিম মিয়া ও আলমসহ আরও অনেকে। তাদেরকে
চিকিৎসার জন্য কুমিল্লার একটি হসপিটালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত
চিকিৎসাধীন বিএনপি নেতা আমিরুল ইসলাম বলেন, আমরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত
মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মঙ্গলবার কুমিল্লার বিভাগীয় সমাবেশে
কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক জর্জের নেতৃত্বে
মুরাদনগর উপজেলা বিএনপি'র প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী যোগ দেন। কিন্তু
পথিমধ্যে তাদের উপর দফায় দফায় হামলা চালিয়ে আহত করেন মুরাদনগরের সাবেক এমপি
ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
অনুসারীরা। হামলায় নেতৃত্ব দেন পীর কাশিমপুর গ্রামের সোহেল সামাদ ও ।
এ
বিষয়ে কথা বলার জন্য পীর কাশিমপুর গ্রামের সোহেল সামাদ ও মুরাদনগরের গুচা
মাসুদের সাথে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনের লাইন কেটে দেন।
পরে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।