Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM, Update: 02.12.2021 12:03:30 AM
বিশেষ প্রতিবেদক: কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামে এক প্রবাসীর বাড়িতে চাঁদা না পেয়ে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় পুলিশের জরুরী সেবা ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা নেন ভূক্তভোগী পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেয় পুলিশ।
সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজামেহার গ্রামের ডেনমার্ক প্রবাসী আলাউদ্দিন এর বাড়িতে ওই ঘটনা ঘটে। আলাউদ্দিন ওই গ্রামের আকমত আলীর কনিষ্ঠ ছেলে।
আলাউদ্দিন এর বড় বোন জাহানারা বেগম জানান, আমরা চার ভাই, এক বোন। আমি সকলের বড়। আমার তিন ভাই বিদেশে থাকে। এর মধ্যে সকলের ছোট আলাউদ্দিন ডেনমার্ক থাকে। সে তার জীবনের সকল উপার্জন দিয়ে বাড়িতে একটি বহুতল ভবন নির্মাণ করে। পিতা-মাতা না থাকায়, সকল ভাইয়েরা পৃথক হওয়ায় ও ছোটভাই আলাউদ্দিন এখনও দাম্পত্য জীবন শুরু না করায় আমি ও আমার পরিবার তার নতুন ঘরে থেকে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি। ওই ভবন নির্মাণের পর থেকে গ্রামের কিছু লোকজন এসে প্রায়ই চাঁদাদাবী করতো। কিন্তু আমার ভাই কাউকে চাঁদা দিবে না বলে আমাদের জানায়।
গত সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গ্রামের ৯-১০জন লোক এসে ১০ লাখ টাকা চাঁদাদাবী করে। ওই সময় আমরা এক টাকাও চাঁদা দিব না বলে ঘরের দরজা বন্ধ করে দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী দরজায় কোপাতে শুরু করে। এক পর্যায়ে তারা আমাদেরকে ঘরে রেখেই কলাপসিবল গেইটে তালা ঝুলিয়ে দেয়। আমরা উপায়ন্তু না পেয়ে পুলিশের জরুরী নম্বর ৯৯৯ ফোন করার পর রাত সাড়ে ৮টায় দেবীদ্বার থানা পুলিশ এসে আমাদের ঘরের দরজার তালা ভেঙ্গে আমাদের মুক্ত করেন।
ডেনমার্ক থেকে টেলিফোনে মো. আলাউদ্দিন জানান, আমি একজন প্রবাসী হিসেবে এমন জঘন্য কর্মকান্ডে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। এ ঘটনায় আমি আমার বোনকে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য অনুরোধ করেছি।
দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনা জানার সাথে সাথে আমার থানা পুলিশের টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।