ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সুবর্ণজয়ন্তীতে কুমিল্লা শিক্ষাবোর্ডে মাসব্যাপি বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন
বিজয়ের ৫০ বছরে উন্নয়ন ও অগ্রগতিতে আজ আলোকিত বাংলাদেশ - প্রফেসর ছালাম
Published : Thursday, 2 December, 2021 at 12:00 AM, Update: 02.12.2021 12:03:39 AM
সুবর্ণজয়ন্তীতে কুমিল্লা শিক্ষাবোর্ডে মাসব্যাপি বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন
বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এবারো মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। গতকাল বুধবার মহান বিজয়ের মাসের প্রথম দিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।
এসময় প্রফেসর আবদুস ছালাম বলেন,“ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এবার বিজয়ের মাস ডিসেম্বর নতুন গুরুত্ব নিয়ে এসেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেই যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির দেশ বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বিজয়ের ৫০ বছরে উন্নয়ন ও অগ্রগতিতে আন্তর্জাতিক  অঙ্গনে আজ আলোকিত প্রিয় বাংলাদেশ। আমাদের উন্নয়নের সূচকে বাংলাদেশের অগ্রগতির ভিত্তি রচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তনের পর ঘোষণা করেন, মাটি ও মানুষকে কাজে লাগিয়ে তিনি এ দেশকে সোনার বাংলায় রূপান্তর করবেন। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও তাদের জীবনমানের উন্নতির জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। আজ তার সংগ্রামের সুফল ভোগ করছে জাতি। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ পথে আরও অনেক অর্জন করেছেন।”
শিক্ষাবোর্ড চেয়ারম্যা প্রফেসর মো.আবদুস ছালাম আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে ¡নয়মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই মাসে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বহু আগেই সুখি-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ হতো। তবে অনেক বাঁধা বিপত্তির মাঝেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন।  আমরা সেই লক্ষ্যের সারথী হতে চাই। মুজিববর্ষকেনতুনপ্রজন্মেরমাঝেস্মরনীয়করেরাখতেচাই। এবারেরবিজয়েরমাসউদযাপিতহচ্ছেস্বাধীনতারসুবর্ণজয়ন্তীতে-একউৎসবমূখরপ্রেক্ষাপটে।মুজিবজন্মশতবর্ষেসাম্প্রদায়িকশক্তিরধারক-বাহকদেরপ্রত্যাখ্যানকরেমুক্তিযুদ্ধেরপক্ষেরশক্তিকেঐক্যবদ্ধহওয়ারপ্রত্যয়েসবাইকেউজ্জীবিতহতেহবে।
মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লাএবারোমাসব্যাপী কর্মসূচিরমধ্যেরয়েছে  বর্নিলআলোকসজ্জা,বঙ্গবন্ধুরম্যুরালেপুষ্পস্তবকঅর্পণ,বিজয়র‌্যালী,ক্রীড়াপ্রতিযোগিতা,র‌্যাফেলড্র,মিলাদমাহফিল ও আলোচনাসভা। বীরবাঙ্গালিরঅহংকারবিজয়মাসেরপ্রথমদিনবুধবার  ১ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখবেলা ৪.০০টায়শিক্ষাবোর্ডপ্রাঙ্গণে  মহানবিজয়দিবসউপলক্ষে  মাসব্যাপী এ অনুষ্ঠানমালারউদ্বোধনকরেনকুমিল্লাশিক্ষাবোর্ডেরচেয়ারম্যানপ্রফেসরমো.আবদুসছালাম । বিজয় দিবস-২০২১উদযাপনউপলক্ষ্যেউদযাপনকমিটিরআহবায়ক ও কুমিল্লাশিক্ষাবোর্ডেরপরীক্ষানিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি জনাব মোঃ আবদুল খালেকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বেলুন উড়িয়ে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। পরে প্রীতি ভলিবল খেলার মধ্যদিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের প্রথমদিনের কার্যক্রম সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, উপ পরিচালাক (হি: ও নি:)  জনাব মোহাম্মদ ছানাউল্যাহসহ বোর্ডের সকলকর্মকর্তা-কর্মচারীবৃন্দ।