ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ম্যাগনেটিভ একাদশ জয়ী
Published : Saturday, 4 December, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বিষ্ণুপুর নবম প্রিমিয়ামলীগ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিষ্ণুপুর হাই স্কুল মাঠে ওই খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦  ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
বিষ্ণুপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ডাঃ মাহবুবুর রহমান রাজ্জাক, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান, কাজী আবুল খায়ের, রুহুল আমিন ও বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান প্রমুখ।
টসে জিতে ম্যাগনেটিভ একাদশ ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৭৯ রান সংগ্রহ করেন। তার জবাবে এমাছো টাইগার ক্লাব ১৪ ওভার শেষে ৭৮ রান করতে সক্ষম হয়। শ্বাসরুদ্ধকর এ ফাইনাল খেলায় ম্যাগনেটিভ একাদশ এমাছো টাইগার ক্লাবকে ১ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।