Published : Thursday, 2 December, 2021 at 7:58 PM, Update: 02.12.2021 8:08:08 PM
ঢাকায় মর্মান্তিক দুর্ঘটনায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুতে ঘাতক চালকের ফাঁসি, দায়িত্বহীনদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও সড়ক নিরাপত্তার দাবি জানিয়ে মানববন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, এবং কুমিল্লার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। বৃহস্পতিবার বিকাল ৪ টায় কুমিল্লা নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুনায়েদ রায়হান মিয়াজির সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নিহত নাঈমের মামা কুমিল্লা সরকারি মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন বাবুল,সিপিবি কুমিল্লা জেলা সদস্য বিকাশ দেব অশোক দেব জয়,ইমরান জুলকার নাইম। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দুর্বার আন্দোলন, সাদী মোরশেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যরা।