ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রদীপ মজুমদার
Published : Thursday, 2 December, 2021 at 9:31 PM
লালমাইয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভামহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনার জন্যে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর ভারচুয়ালি আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি)  নাসরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার,  বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা: রওনক জাহান, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী,পল্লী বিদ্যুৎ কুমিল্লা বাগমারা সমিতির ডিজিএম সাখাওয়াত হোসেন  , লালমাই উপজেলা শাখা সোনালি ব্যাংক ম্যানেজার ছোটন দাস , বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন, শাকেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ উল্যাহ, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা কামরুল হাসান ভূট্টো প্রমুখ।