ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সদর দক্ষিণে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
Published : Saturday, 4 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 12:47:32 AM
সদর দক্ষিণে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারমো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ সীমান্ত এলাকা শ্রীপুরে আত্মগোপনে থাকা মোজাম্মেল হক জয় নামক দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গতকাল রাতে গ্রেফতার করেছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এএসআই দোলোয়ার সঙ্গীয়ফোর্সসহ শ্রীপুর নামকস্থানে অভিযান চালিয়ে চৌয়ারা ইউনিয়নের কোদালিয়া মজুমদার বাড়ির মৃত আব্দুল কাদেরের পুত্র মোজাম্মেল হক জয়কে গ্রেফতার করেছেন। সে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত হয়ে আত্মগোপনে ছিলেন। গতকাল শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।