ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নারায়ণগঞ্জে আবারও নৌকার মাঝি আইভী
Published : Saturday, 4 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 12:47:57 AM
নারায়ণগঞ্জে আবারও নৌকার মাঝি আইভীনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর আস্থা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (৩ ডিসেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। একইসঙ্গে টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা যুবলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ। বৈঠক সূত্রে এসব খবর জানা গেছে।
আগামী ১৬ জানুয়ারি নাসিক ও টাঙ্গাইল-৭ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খান আহমেদ শুভ হলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের একমাত্র ছেলে। সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে টাঙ্গাইল-৭ আসনটি শূন্য হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রার্থী হতে আইভী ছাড়াও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চারজনের মধ্যে আইভীকেই বেছে নিলো দল।
আওয়ামী লীগের একজন নেতা বলেন, ‘আইভী দুই মেয়াদে নারায়ণগঞ্জে মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে তেমন কোনও বিতর্ক ওঠেনি। দায়িত্ব পালনে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই দলের শীর্ষপর্যায় তাঁর ওপর আস্থা রেখেছে। আশা করি, নারায়ণগঞ্জের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।’