Published : Saturday, 4 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 12:49:40 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়ায়
এ বছর রোপা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।
কৃষকের ঘরে ঘরে আনন্দ উৎসব বিরাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ধানের
ফলন ভালো হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,
বিস্তীর্ণ মাঠে মাঠে আমন ধানের ক্ষেতে খেলছে সোনালি ঢেউ। পাকা ধানের গন্ধে
মাতোয়ারা গ্রামীণ পরিবেশ।
এ ছাড়াও বেশিরভাগ ক্ষেতের ধান পেকে যেন
সোনালি শয্যা সাজিয়ে রেখেছে । এবছর রোপা আমন ধানের উৎপাদনের আশা করা হচ্ছে
একর প্রতি প্রায় ৫৫ থেকে ৬০ মণ। একর প্রতি খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার
টাকা।
উপজেলার পোমকাড়া গ্রামের চাষি মো. শামীম বলেন, এক একর জমিতে
রোপা আমনের হাইব্রিড ধানের চাষ করেছি। একর প্রতি ৮০ মণ ফলন আশা করছি, খরচের
চেয়ে দুই ভাগ বেশি লাভ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান
বলেন, এ বছর উপজেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৩ শত হেক্টর,
কিন্তু অর্জিত হয়েছে ৫ হাজার ৪ শত ৩০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে আমরা
অর্জন বেশি করতে পেরেছি। এবছর রোপা আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকেরা
সন্তুষ্ট। এছাড়াও ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ র্পযায়ে
পোকামাকড়ের উপদ্রব কমাতে নিয়মিত আলোক ফাঁদ স্থাপন করাসহ কৃষিবিভাগ কৃষকদের
পরার্মশ দিয়ে যাচ্ছে।