Published : Saturday, 4 December, 2021 at 1:12 PM, Update: 04.12.2021 1:44:23 PM
কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ৩ ডিসেম্বর বিকালে জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী ও দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই ৩ জনকে আটক করা হয়। এ সময় ১৫ কেজি গাঁজা ও ২৫২০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬), জেলার কোতয়ালী থানার বামাইল গ্রামের মোঃ কামাল হোসেন এর ছেলে মোঃ সবুজ মিয়া (২০) এবং একই থানার বড়জালা গ্রামের মোঃ ফারুক এর ছেলে মোঃ জাহিদুল হাসান (১৯)।![কুমিল্লায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক কুমিল্লায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক](https://comillarkagoj.com:443/2021/12/04/1638602008.jpg)
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
তিনি আরও বলেন,আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।