ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথে কুমিল্লাবাসীর অংশগ্রহণ
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM, Update: 18.12.2021 1:19:07 AM
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথে কুমিল্লাবাসীর অংশগ্রহণতানভীর দিপু:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে অনুষ্ঠানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে অনলাইনে সারাদেশের অন্যান্য জেলার মত কুমিল্লা শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম থেকে অংশ নেন কুমিল্লাবাসী। ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা স্টেডিয়ামে এই শপথে অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম  বাহা উদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, স্থানীয় সরকার কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, বিশিষ্ট আইনজীবী গোলাম ফারুক,  বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তর ও বাহিনীর জেলার উর্দ্ধতণ কর্মকর্তাগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের  নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ পাঠের আগে সারা দেশের ন্যায় একই সাথে জাতীয় সংগীতে অংশ নেন সবাই। পরে প্রধানমন্ত্রীর সাথে একই স্বরে শপথ বাক্য পাঠ করেন সবাই।
সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ টি ছিলো- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’
শপথ পাঠ শেষে স্টেডিয়ামে উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর উদ্দ্যেশে জাতীয় পতাকা নাড়িয়ে অভিবাদন জানান। পরে আকাশে রঙিণ বেলুন ও ধুঁয় উড়ানো হয়। সব শেষ কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহারের নেতৃত্বে সমস্বরে জয় বাংলা- জং বঙ্গবন্ধু শ্লোগানে অংশ নেন।