Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM, Update: 18.12.2021 1:19:15 AM
নিজস্ব
প্রতিবেদক: মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সংরক্ষিত নারী আসনের
এমপি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে
কুমিল্লা নগরীতে বর্নাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে মহানগর
আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ¦ মো.
ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার, অ্যাডভোকেট গোলাম ফারুক,
শাহিনুল ইসলাম শাহীন, মহিউদ্দিন ফারুকী, জাকির হোসেন, মানিক খন্দকার, খাদেশ
মো. ফিরোজ, অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন, বাবু নির্মল পাল, লুৎফুর বারী
চৌধুরী হিরু, পাপন পাল, জাহাঙ্গীর হোসেন, আবু তাহের, মিতা শিকদার, আইরিন
আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক
নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে শেষ হয় । পরে
আঞ্জুম সুলতানা সীমা এমপি সমর্থিতরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।