ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফটোগ্রাফারদের কাছে কোহলির অনুরোধ, ভিডিও ভাইরাল
Published : Saturday, 18 December, 2021 at 11:42 AM
ফটোগ্রাফারদের কাছে কোহলির অনুরোধ, ভিডিও ভাইরালএকটু একটু করে বেড়ে উঠছে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার মেয়ে ভামিকা।  বয়স ১ বছর হতে চলেছে প্রায়।

তবুও মিডিয়া ভামিকার ছবি প্রকাশ হচ্ছে না।  বিরুস্কা দম্পতিই চাচ্ছেন না, মেয়ের ছবি প্রকাশ্যে আনতে।

বিষয়টি নিয়ে বেশ সতর্ক কোহলি ও আনুশকা দুজনই।  ভামিকার ছবি না তুলতে মানা করেছেন পাপারাজ্জিদের।

তবে এবার পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাতজোর করে অনুরোধই করলেন কোহলি, কোনভাবেই যেন মেয়ে ভামিকার ছবি প্রকাশ্যে না আসে।

সমান তিন টেস্ট ও ওয়ানডে খেলতে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় উড়ে গেছে ভারতীয় দল।  দীর্ঘ সফরে স্ত্রী আনুশকা আর মেয়ে ভামিকাকে সঙ্গে নিয়ে গেছেন কোহলি।

আর সেখানে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে গেলে ঘটে সেই ঘটনা।  

সেই ঘটনার ভিডিও সম্প্রতি ভারতীয় নেটমাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাই বিমানবন্দরে কোহলি এবং ভারতীয় দলের বাকি সদস্যরা বাস থেকে বের হচ্ছেন। কোহলিই প্রথম বাস থেকে বেরিয়ে এসে পাপারাজ্জিদের কাছে অনুরোধ জানান, যেন তার মেয়ের ছবি না তোলা হয়।  ফটোসাংবাদিকদের দিকে তাকিয়ে কোহলি বলতে থাকেন, ‘আমার মেয়ের ছবি নেবেন না’

এর পরেই আনুশকা শর্মা বাস থেকে নেমে ভামিকাকে নিয়ে বিমানবন্দরে ঢুকে যান দ্রুত।https://www.instagram.com/reel/CXh5iHIKDbU/?utm_source=ig_embed&utm_campaign=loading