রাজধানীর পল্টন থেকে ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম কামরুন্নাহার আক্তার ওরফে নাহার ওরফে জহুরা। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, ইয়াবা বিক্রির জন্য ওই নারী কাকরাইল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন। পরে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে বলে জানান এই ডিবি কর্মকর্তা।