ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোটেলের সামনে থেকে ইয়াবাসহ তরুণী গ্রেফতার
Published : Saturday, 18 December, 2021 at 12:24 PM
হোটেলের সামনে থেকে ইয়াবাসহ তরুণী গ্রেফতাররাজধানীর পল্টন থেকে ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারীর নাম কামরুন্নাহার আক্তার ওরফে নাহার ওরফে জহুরা। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, ইয়াবা বিক্রির জন্য ওই নারী কাকরাইল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন। পরে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। 

তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে বলে জানান এই ডিবি কর্মকর্তা।